ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে আ’লীগ ১৬, বিএনপি ৬, স্বতন্ত্র ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
কিশোরগঞ্জে আ’লীগ ১৬, বিএনপি ৬, স্বতন্ত্র ১৮

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন পরিষদে (‌ইউপি) আওয়ামী লীগ ১৬টি, বিএনপি ৬টি, জাতীয় পার্টি (জাপা) ২টি ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ১৮টিতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলার হোসেনপুর উপজেলার ৬টি ইউপিতে আওয়ামী লীগ ২টি ও স্বতন্ত্র ৪টিতে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- জিনারী ‍ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. সালাম কবির ও শাহেদল ইউপিতে শাহ মাহবুবুল হক।

এছাড়া সিদলা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজ উদ্দিন, গোবিন্দপুর ইউপিতে শফিকুল ইসলাম, আড়াইবাড়িয়া ইউপিতে মো. খোর্শেদ উদ্দিন ও পুমদী ইউপিতে মাহবুবুল হাসান।
 
জেলার তাড়াইল উপজেলায় ৭টি ইউপিতে আওয়ামী লীগ ৪টি, বিএনপি ১টি, জাতীয় পার্টি ১টি ও স্বতন্ত্র ১টিতে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- তাড়াইল-সাচাইল ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুজ্জামান মহাজন, তালজাঙ্গা ইউপিতে সেলিম খান, জাওয়ার ইউপিতে জিয়াউর রহমান জিয়া ও দিগদাইর ইউপিতে গোলাম হোসেন ভূঞা।

এছাড়া দামিহা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির ভূঞা।
রাউতি ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন। ধলা ইউপিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মবিন।

জেলার হাওর উপজেলা ইটনার ৯টি ইউপিতে আওয়ামী লীগ ৩টি, বিএনপি ৩টি ও স্বতন্ত্র ৩টিতে বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- উপজেলার রায়টুটী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন মিলকী, বাদলা ইউপিতে মো. গণি ভূঞা ও বড়িবাড়ী ইউপিতে নাজমুল আলম।

এছাড়া ধনপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হরনাথ সরকার, মৃগা ইউপিতে কামরুল হাসান দুলাল ও এলংজুরী ইউপিতে গোলাপ মিয়া।

জয়সিদ্ধি ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনির উদ্দিন, ইটনা সদর ইউপিতেমো. নুরুল মিয়া ও চৌগাংগা ইউপিতে আব্দুল আলী।

করিমগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগ ৩টি, স্বতন্ত্র ৬টি, বিএনপি ১টি ও জাতীয় পার্টি ১টিতে বিজয়ী হয়েছেন।
 
বিজয়ীরা হলেন- কিরাটন ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইবাদুর রহমান শামীম, নেয়ামতপুর ইউপিতে মখদুম কবীর তন্ময় ও দেহুন্দা ইউপিতে কামরুজ্জামান মঞ্জু।

এছাড়া বারঘরিয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব উদ্দিন, গুজাদিয়া ইউপিতে মো. রফিকুল ইসলাম, জাফরাবাদ ইউপিতে সাইফ উদ্দিন ফকির, জয়কা ইউপিতে মো. আশরাফ উদ্দিন, কাদির জঙ্গল ইউপিতে মো. ফজলুর রহমান ও সুতারপাড়া ইউপিতে মো. হারুন অর রশীদ।

নোয়াবাদ ইউপিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন কাজী।

গুণধর ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী মো. নাজমুল সাকিব।
 
পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউপিতে আওয়ামী লীগ ৪টি, স্বতন্ত্র ৪টি ও বিএনপি ১টিতে বিজীয় হয়েছেন।
 
বিজয়ীরা হলেন- জাঙ্গালিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরকার শামীম আহাম্মদ, পাটুয়াভাঙ্গা ইউপিতে মো. সাহাবুদ্দিন, নারান্দি ইউপিতে মো. শফিকুল ইসলাম  ও সুখিয়া ইউপিতে মো. আব্দুল হামিদ টিটু।

এছাড়া এগারসিন্দুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মতিউর রহমান সরকার, বুরুদিয়া ইউপিতে মোহাম্মদ নাজমুল হুদা, হোসেন্দী ইউপিতে মুজিবুর রহমান আকন্দ ও চন্ডিপাশা  ইউপিতে মো. শামছু উদ্দিন।

চরফরাদী ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।