ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ইউ‌পি নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ: রওশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
ইউ‌পি নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ: রওশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য শেষ হওয়া ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ বলে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ই‌উ‌পি নির্বাচনকে কেন্দ্র করে ১১২ জনের প্রাণহানি ঘটলো, কাজেই নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ তো থাকলই, নির্বাচন ক‌মিশনও প্রশ্ন‌বিদ্ধ।

‌রোববার (০৫ জুন) সকালে জাতীয় সংসদের মি‌ডিয়া সেন্টারে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।

রওশন এরশাদ বলেন, সদ্য শেষ হওয়া নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ রয়েই গেল। এ নির্বাচন আমরাও আশা ক‌রি‌নি, জনগণও আশা করে‌নি। এ‌টি একটা প্রশ্ন‌বিদ্ধ নির্বাচন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রে‌সি‌ডিয়াম সদস্য কাজী ফিরোজ র‌শিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্র‌তিমন্ত্রী ম‌শিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই-হাসনা লি‌লি চৌধুরী

বাংলা‌দেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।