ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাজেট বে‌শি উচ্চাভিলাষী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বাজেট বে‌শি উচ্চাভিলাষী

ঢাকা: সংসদে সদ্য উত্থা‌পিত বাজেটকে বে‌শি উচ্চাভিলাসী আখ্যা‌য়িত করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ‌বলেছেন, গত অর্থ বছরেও বাজেটে ঘাট‌তি ছিল, এবারও বিরাট আকারের বাজেট দেওয়া ‌হয়েছে। এ বাজেট বাস্তবায়ন ক‌ঠিন।

‌রোববার (০৫ জুন) সকালে জাতীয় সংসদের মি‌ডিয়া সেন্টারে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, অর্থমন্ত্রী অনেক কষ্ট করে বাজেট দেন। বাজেট হচ্ছে সরকারের আয়-ব্যয়ের হিসেব। কিন্তু আ‌য়-ব্যয়ের মধ্যে তো কোনো মিল দে‌খি না।

‌তি‌নি বলেন, দিন দিন আমরা বড় বড় স্বপ্ন দেখ‌ছি, বড় আকারের বাজেট দি‌চ্ছি। কিন্তু সেই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। আমরা স্বপ্ন দে‌খি, স্বপ্ন দেখতে হলে লম্বা ঘুম দরকার। আর ঘুম দিতে হলে পেটে ভাত থাকা দ‌রকার, সে‌টি তো নেই।

‌দেশে বি‌নিয়োগ নেই উল্লেখ করে রওশন বলেন, কেউ বি‌নিয়োগ করছে না। বি‌নিয়োগ করতে আস্থা পাচ্ছে না। বি‌নিয়োগ নেই  বললেই  চলে। এজন্য রাজনৈ‌তিক অ‌স্থি‌তিশীলতাকে দা‌য়ী করেন বিরোধী দলীয় নেতা।

রাজনৈ‌তিক দুর্যোগ বি‌নিয়োগে বড় বাধা বলেও মন্তব্য করেন ‌বিরোধী দলীয় নেতা।
‌শেয়ারবাজারের ধস এখনো পূরণ হয়‌নি, ব্যাংকের অর্থ লুট, এ‌টিএম বুথ থেকে টাকা লোপাট এসব বিষয়গুলো বাজেটে সুস্পষ্ট ধারণা নেই। সব‌কিছুর আগে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।

‌মেগা প্রজেক্ট সম্পর্কে বিরোধী দলীয় নেতা বলেন, আমাদের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা এখনো হয়‌নি। আমাদের ফ্লাইওভার ক‌রতে ১৮৮ হাজার কো‌টি লাগে। অথচ বাইরের দেশে দেখুন, মাত্র ৮৮ হাজার কোটি টাকা দিয়েই সেই প্রজেক্ট বাস্তবায়ন করছে। আমাদের আসলে মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা নেই।

‌বি‌নিয়োগ বোর্ড গ‌তিশীল নয় উল্লেখ করে রওশন এরশাদ বলেন, আমাদের যে বি‌নিয়োগ বোর্ড সেটা আসলে গ‌তিশীল নয়। আ‌মি প্রস্তাব করে‌ছিলাম প‌রিকল্পনা মন্ত্রীকে দা‌য়িত্ব দেওয়া হোক। বি‌নিয়োগ বোর্ড বিনিয়োগে আকৃষ্ট করতে পারছে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রে‌সি‌ডিয়াম সদস্য কাজী ফিরোজ র‌শিদ, ফখরুল ইমাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্র‌তিমন্ত্রী ম‌শিউর রহমান রাঙ্গা, হুইপ নুরুল ইসলাম ওমর, নূর-ই- হাসনা লি‌লি চৌধুরী।

**ইউ‌পি নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ: রওশন

বাংলা‌দেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।