ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ষষ্ঠ ধাপে ৬৬৮ ইউপিতে আওয়ামী লীগ ৪০৩, বিএনপি ৬২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৫, ২০১৬
ষষ্ঠ ধাপে ৬৬৮ ইউপিতে আওয়ামী লীগ ৪০৩, বিএনপি ৬২

ঢাকা: ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৬৮টি ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

শনিবার (০৪ জুন) ষষ্ঠ ধাপে ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসির সমন্বয় করা প্রতিবেদন থেকে জানা গেছে, আওয়ামী লীগ ৪০৩টিতে, বিএনপি ৬২ আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৮৪ ইউপিতে।

রোববার (০৫ জুন) দুপুর পর্যন্ত ৬৬৮ ইউপির ভোটের পূর্ণাঙ্গ তথ্য সমন্বয় করেছে ইসি।

অনিয়মের কারণে কেন্দ্র স্থগিত থাকায় ১৩ ইউপিতে ফের ভোটগ্রহণ করবে সংস্থাটি। এছাড়া ১৭টি ইউপি রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকায় হওয়ায় ফলাফল এখনো পৌঁছেনি।
ষষ্ঠ ধাপে ২৪ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে আওয়ামী লীগে ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী দু’জন।

শেষ ধাপে জাতীয় পার্টি ১৫টি, জেপি একটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইউপিতে জয় লাভ করে।

মোট এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৭১৯ জন ভোটারের মধ্যে ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৭ জন ভোটার ভোট দেন। অর্থাৎ ৭৫ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সবগুলো ইউপির ফলাফল আসতে আরও সময় লাগবে। কেননা, পার্বত্য এলাকার বেশ কিছু ইউপির ফল কারিগরি সমস্যার কারণে মাঠ কর্মকর্তারা পাঠাতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন০৫, ২০১৬
ইইউডি/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।