ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তালা উপজেলা যুবলীগের কমিটি গঠন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১৬
তালা উপজেলা যুবলীগের কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। সরদার জাকির হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম হিল্লোলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (৬ জুন) সকাল ১০টা থেকে তালা শিল্পকলা একাডেমি হলরুমে সম্মেলন শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান।

তালা উপজেলা যুবলীগের আহ্বায়ক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাতক্ষীরা সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফ, পৌর যুবলীগের আহ্বায়ক মোনোয়ার হোসেন অনু ও বেসরকারি সংস্থা শিপা পরিচালক মুরশীদা পারভিন পাঁপড়ি প্রমুখ।

সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান তালা উপজেলা যুবলীগের কমিটির ঘোষণা করেন।

এসময় সরদার জাকির হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম হিল্লোল সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম খানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৬

পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।