ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে তিন মামলার চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৬, ২০১৬
খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে তিন মামলার চার্জশিট

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

সোমবার (০৬ জুন) ঢাকার সিএমএম আদালতে মামলা তিনটির চার্জশিট দাখিল করেন দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুজ্জামান।

   

খালেদা জিয়া ছাড়াও চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দারুস সালাম থানার বিভিন্ন এলাকায় বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ। এর মধ্যে ০৩(০২/১৫) নম্বর মামলায় ২৪ জন, ০৫(০২/১৫) নম্বর মামলায় ৩৩ জন এবং ২৯(০২/১৫) নম্বর মামলায় ২১ জনকে আসামি করা হয়েছে চার্জশিটে।  
 
এর আগে গত ২৯ মে একই থানার আরও দুই মামলায় খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।