ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
নারায়ণগঞ্জে ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সদর উপজেলার ৬টি ও রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।  

সোমবার (০৬ জুন) দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ পাঠ করান জেলা প্রশাসক জনাব আনিছুর রহমান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের বিভাগীয় উপ-সচিব ইসরাত হোসেন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজাদ বিশ্বাস প্রমুখ।  

শপথ গ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউপিতে আলহাজ রফিকুল ইসলাম রফিক, গোলাকান্দাইল ইউপিতে মনজুর হোসেন ভূঁইয়া, ভুলতা ইউপিতে ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া,  মুড়াপাড়া ইউপিতে তোফায়েল আহাম্মেদ আলমাছ ও ভোলাব ইউপিতে আলমগীর হোসেন টিটু।  

এছাড়াও নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিমপুর ইউপিতে এম সাইফুল্লাহ বাদল, ভক্তবলী ইউপিতে এম শওকত আলী, কুতুবপুর ইউপিতে সেন্টু, গোদনগড় ইউপিতে নরশেদ আলী, আলিরটেক ইউপিতে মতিউর রহমান মতি ও এনায়েতনগড় ইউপিতে আসাদুজ্জামান।  

জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া বলেন, দারিদ্র্য বিমোচনে ইউনিয়ন পরিষদের ভূমিকা অনেক। ইউনিয়ন পরিষদের কাজ রাস্তাঘাট নির্মাণ এবং বিচার-শালিসে সীমাবদ্ধ থাকা উচিত না। সরকারের উন্নয়নে অনেক সামাজিক কার্যক্রমে চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা থাকতে হবে। এছাড়া গ্রাম্য বিচার-শালিসের ক্ষেত্রে গ্রাম আদালতের নিয়ম-কানুন মেনে বিচার-শালিস করতে হবে। সরকারের উন্নয়নে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ট্যাক্স নির্ধারিত ও আদায় করা। বিশেষ করে প্রশাসনের সহযোগিতা নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা মাদক নির্মূল করবেন এটাই আশা করি।

এসময় শপথ নেওয়া সব চেয়ারম্যান মাদক নির্মূল করবেন বলে অঙ্গীকার করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৬ 
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।