ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলছড়িতে উপজেলা চেয়ারম্যানের অফিসসহ ৭ অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ফুলছড়িতে উপজেলা চেয়ারম্যানের অফিসসহ ৭ অফিস ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুইটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এসময় ভাঙচুর করা হয়েছে উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসসহ সাতটি অফিস।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নানের সমর্থকরা সোমবার (৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এ বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করে।

স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আজহারুল হান্নান বিপুল সংখ্যক সমর্থক নিয়ে উপজেলা সদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে মিছিল থেকে উপজেলা পরিষদ চত্বরে ঢুকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যানের অফিস ও উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত উপজেলা নির্বাচন অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা মহিলা বিষয়ক অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিস ভাংচুর করে।

পরে এক বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, ৪ জুন অনুষ্ঠিত শেষ ধাপের ইউপি নির্বাচনে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল গফুর মণ্ডল ও তার কর্মীরা জোর করে ব্যালট পেপারে সিল মারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে কেন্দ্র দুইটিতে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানানো হয়। কিন্তু প্রশাসনের লোকজন অভিযোগের বিষয়ে কোনো কর্ণপাত করেনি। তারপরও উক্ত কেন্দ্র দুইটিতে অস্বাভাবিক ভোট দেখানো হয়েছে।

এ বিষয়ে ভোট পুনঃগণনার আবেদন করার পর তিনদিন পেরিয়ে গেলেও  কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে, বলেন সেলিম পারভেজ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খায়রুল বাশার জানান, মিছিল ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।