ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

২৬ ইউপি পেলো নারী চেয়ারম্যান

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ৭, ২০১৬
২৬ ইউপি পেলো নারী চেয়ারম্যান

ঢাকা: সদ্য সমাপ্ত নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২৬ জন নারী প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। এর মধ্যে কেউ স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।

অনেকেই আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও জয়লাভ করেছেন।

 

শনিবার (০৪ জুন) ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন সমাপ্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায় থেকে পাঠানো প্রতিটি ধাপের তথ্যের ভিত্তিতে সংস্থাটির তৈরি করা প্রতিবেদন থেকে ২৬ নারীর জয়লাভের তথ্য পাওয়া গেছে।
 
নারী চেয়ারম্যানদের মধ্যে জাতীয় পার্টির একজন ও চারজন স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অবশিষ্ট ২১ জন আওয়ামী লীগ থেকে জয়লাভ করেছেন। এর মধ্যে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন।
 
ছয় ধাপে মোট ৪ হাজার ৮৭টি ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৬টি ইউপি নারী চেয়ারম্যান পেলেও বাকি সবগুলোতেই পুরুষ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। যা মোট ইউপির শূন্য দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ এক শতাংশ আসনেও (চেয়ারম্যান) নারী প্রতিনিধিত্ব আসেনি।
 
ষষ্ঠ ধাপ
এ ধাপে ৬৯৮ ইউপিতে নির্বাচন হয়েছে। এতে আওয়ামী লীগ থেকে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউপিতে তাসলিমা আক্তার, ময়মনসিংহের গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউপিতে রোকসানা বেগম, ভালুকায় মেদুয়ারী ইউপিতে জেসমিন নাহার রানী, হবিগঞ্জের চুনারুঘাটের দেওরগাছা ইউপিতে শামছুন্নাহার নির্বাচিত হয়েছেন।

এছাড়া রংপুর সদরের মমিনপুর ইউপিতে জাতীয় পার্টির সুলতানা আখতার চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
 
পঞ্চম ধাপ
পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে নির্বাচন করেছে ইসি। এতে স্বতন্ত্র থেকে ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউপিতে পারভীন হাসান প্রীতি ও মুন্সীগঞ্জ সদরের মোল্লারকান্দি ইউপিতে মহসীনা হক পঞ্চম ধাপে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ থেকে নেত্রকোণার পূর্বধলার জাজিরা ইউপিতে মাজেদা খাতুন, রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া ইউপিতে মেহেদী হাচিনা পারভীন, শরিয়তপুরের নাড়িয়ার চরআত্রা ইউপিতে সেলিনা জামান ও নাটোরের বরইগ্রামের নগর ইউপিতে নীলুফার ইয়াসমিন জয়লাভ করেছেন।
 
এ ধাপে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা ইউপিতে আওয়ামী লীগ থেকে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপে ৭০৪টি ইউপির ভোটগ্রহণ হয়েছে। এ ধাপে আওয়ামী লীগ থেকে নরসিংদীর রায়পুরায় মরজাল ইউপিতে সানজিদা সুলতানা ও নেত্রকোণার কলমাকান্দার রংছাতি ইউপিতে তাহেরা খাতুন নির্বাচিত হয়েছেন।
 
তৃতীয় ধাপ
৬১৫টি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচন করেছে ইসি। এতে আওয়ামী লীগ থেকে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউপিতে ছনিয়া সবুর ও স্বতন্ত্র থেকে মৌলভীবাজারের কুলাউড়ার কুলাউড়া ইউপিতে নার্গিস আক্তার বুবলি নির্বাচিত হয়েছেন।
 
দ্বিতীয় ধাপ
৬৩৯ ইউপিতে ভোটগ্রহণ হয়েছে দ্বিতীয় ধাপে। এতে আওয়ামী লীগ থেকে দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারায় বাহিরচর ইউপিতে রওশন আরা বেগম, যশোর সদরের নওয়াপাড়া ইউপিতে নাছরিন সুলতানা, রামনগর ইউপিতে নাজনীন নাহার নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র থেকে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের পূর্ব নবীনগর ইউপিতে মৌসুমী আক্তার জয় লাভ করেছেন।
 
প্রথম ধাপ
প্রথম ধাপে ভোটগ্রহণ হয়েছে ৭১৪টি ইউপির। এতে বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউপিতে আওয়ামী লীগের বিউটি আক্তার, ফকিরহাটে শিরীনা আক্তার, মংলার সেনাইতলা ইউপিতে নাজিনা বেগম নারজিনা ও ঝালকাঠির নলছিটিতে সিন্ধকাঠি ইউপিতে জেসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
এদিকে বাগেরহাটের কচুয়ার রাড়ীপাড়া ইউপিতে আওয়ামী লীগের তাছলিমা বেগম ও মুন্সিগঞ্জের সিরাজদীখানের মালখানগর ইউপিতে সানজিদা আক্তার ভোটে নির্বাচিত হয়েছেন।
 
গত ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণার পর ছয় ধাপে ভোট নিয়ে গত ৪ জুন নবম ইউপি নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন। এবার ৭৬ শতাংশ ভোট পড়েছে।

**ইউপি নির্বাচন: বিএনপির সাতগুণের বেশি আসন আ’লীগের

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।