ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গি দমনের নামে সরকার ধাপ্পাবাজি করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ৭, ২০১৬
‘জঙ্গি দমনের নামে সরকার ধাপ্পাবাজি করছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার জঙ্গি নিয়ন্ত্রণের নামে ধাপ্পাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

মঙ্গলবার (০৭ জুন ) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ দমন কার্যক্রম নিয়ে সরকারের কর্মকাণ্ডের নিয়েও সন্দেহ করেন রিজভী।

তিনি বলেন, জঙ্গি নিয়ন্ত্রণের নামে সরকার যা বলছে কিংবা করছে এটা তাদের চতুর কৌশল ও চরম ধাপ্পাবাজি।

‘কোন প্রকার অনুসন্ধান ছাড়া তারা (সরবার) অন্যের উপর দায় চাপাচ্ছে। এতে প্রশ্ন জাগে এসব ঘটনায় কী সরকারই জড়িত কিনা?

তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের উদাসীনতা জনগণকে অলক্ষ্য কৃষ্ণ গহব্বরের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং বর্তমানের ভয় ও আতঙ্ক জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা এড়ানোর জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় চার্জশিট দেওয়ার হিড়িক পড়েছে।

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে ক্ষুব্ধ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা রিজভী।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘স্বয়ং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও তাদের পরিবারও জঙ্গিচক্রের দানবীয়তার শিকার হচ্ছে। যার  সাম্প্রতিক বর্বরোচিত নজীর দেখা গেলো চট্টগ্রামে পুলিশের এসপির স্ত্রী মাহমুদা খানমকে হত্যার মধ্য দিয়ে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে সরকার এখনও কোনো ক্লু বের করতে পারেনি।

‘গত পরশুদিন চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা ও নাটোরে মুদি দোকানিকে হত্যার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন-আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ’

তিনি বলেন, ক্ষমতা জোর করে আটকে রাখা সরকারের আত্মতুষ্টির যেন কমতি নেই। অথচ সংসদে এমপিরাও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কথা সংসদকে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি এমএ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, জুন ০৭, ২০১৬, আপডেট: ১৫১৬ ঘণ্টা
এইচআর/আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।