ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে পুরোহিত হত্যায় মির্জা ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ঝিনাইদহে পুরোহিত হত্যায় মির্জা ফখরুলের শোক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: ঝিনাইদহের করাতিপাড়ায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (০৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটারবিহীন সরকারের নিষ্ক্রিয়তায় জঙ্গিবাদী উগ্রপন্থিরা দেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দেশব্যাপী এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন ভিন্ন মতের ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, পীর, প্রকাশক, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

‘সম্প্রতি নির্মমভাবে খুন হতে হয়েছে-পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন নাটোরের সুনীল গোমেজ। সর্বশেষ গোপাল গাঙ্গুলীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ’

তিনি বলেন, দেশে একের পর এক ধারাবাহিক হত্যার ঘটনায় দেশবাসী আতঙ্কে রয়েছে। বাড়ির বাইরে বের হতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

‘সংসদেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভোটারবিহীন সরকারের এমপিরা। এরপরও ‘দেশে জঙ্গি নেই-আইন শৃঙ্খলা স্বাভাবিক’ ধরনের বক্তব্য দিয়ে সরকারদলীয় নেতা, মন্ত্রীরা বিরোধী দলের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। যা জঙ্গিবাদকে আরও উৎসাহিত করছে। ’

এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে পুরোহিত আনন্দ গোপালসহ  এ ধরনের হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
পিআর/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।