ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ৩ শিবির কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ৭, ২০১৬
বরিশালে ৩ শিবির কর্মী গ্রেফতার

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (০৭ জুন) দুপুর ২টার দিকে মেট্রোপলিটন কাউনিয়া থানার কাউনিয়া পুরান পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র মিজানুর রহমান (২২), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ইমরান হোসেন (২০) ও মো. মুশফিকুর রহমান (২১)।

বরিশাল মেট্রোপলিটন ডিবি (মহানগর গোয়েন্দা) পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেটের পাশাপাশি কিছু বই পাওয়া গেছে। সেখানে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানান লেখা রয়েছে।

তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।