ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হাইকোর্টেও জামিন মেলেনি শফিক রেহমানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ৭, ২০১৬
হাইকোর্টেও জামিন মেলেনি শফিক রেহমানের ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৭ জুন) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ জামিন নামঞ্জুর করেন।

গত বছরের ০৩ আগস্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলাটিতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাদের সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছিলো। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন পল্টন থানার এসআই মোজাম্মেল হক। পরে মামলার তদন্তভার পায় ডিবি পুলিশ। মামলার সাক্ষ্যগ্রহণের পর তদন্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ওই হামলার ঘটনায় শফিক রেহমানের সংশ্লিষ্টতা খুঁজে পান।

তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আসামি তালিকাভুক্ত করে গত ১৬ এপ্রিল ভোরে গ্রেফতার করা হয় শফিক রেহমানকে। ওইদিন থেকে আদালতের মাধ্যমে দু’বারে ৫ দিন করে মোট দশদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। রিমান্ড শেষে ২৭ এপ্রিল থেকে কারাগারে আছেন শফিক রেহমান।

এদিকে শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার সঙ্গে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়ে তাকেও এ মামলায় গ্রেফতার দেখিয়েছে ডিবি। তাকেও পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।