ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

লেবাননে সড়ক দুর্ঘটনায় আখাউড়া ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ৮, ২০১৬
লেবাননে সড়ক দুর্ঘটনায় আখাউড়া ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ছাত্রলীগ নেতা আরাফত হোসেন হামদু (২৫) লেবাননে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় ইফতারির জন্য কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় তিনি গাড়ি চাপায় মারা যান।

চার মাস আগে তিনি লেবাননে গিয়েছিলেন।

 

আখাউড়া পৌর এলাকার বড় বাজারের মৃত শহীদ ভূঁইয়ার ছেলে হামদু আখাউড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল গ্রামে।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে হামদুর বড় ভাই সানি বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে সেখানে অবস্থানরত মনির নামে এক ফুফাতো ভাই ফোন করে মৃত্যুর খবরটি পরিবারকে জানায়। পরে অন্যান্যদের কাছ থেকেও তারা বিষয়টি নিশ্চিত হন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।