ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জাবিতে ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, জুন ৯, ২০১৬
জাবিতে ছাত্রলীগ নেতা বহিষ্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাংবাদিককে মারধরের ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (০৮ জুন) রাতে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে সকালে এক তরুণীকে অপহরণকারীর কাছ থেকে রক্ষা করতে গিয়ে ছাত্রলীগ নেতার হাতে ‍মারধরের শিকার হন বিডিনিউজের জাবি প্রতিনিধি মো. শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও আশুলিয়া পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে গোলাম সরোয়ার নামক এক যুবক এক তরুণীকে কৌশলে অপহরণ করে ক্যাম্পাসের সামনে নিয়ে আসেন। মেয়েটি বিষয়টি বুঝতে পেরে তার মোটরসাইকেল থেকে নেমে যায়। এ সময় বিডিনিউজ প্রতিনিধি শফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মীকে ফোন দিয়ে তাদের হাতে ওই যুবককে তুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অপেক্ষা করতে থাকেন।

এ সময় জাবি ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু এসে ওই যুবককে পালিয়ে যেতে সাহায্য করেন। এতে বাধা দিলে তিনি শফিকের ওপর চড়াও হয়ে তার অনুসারীদের ডেকে এনে শফিককে মারধর করেন।

পরে শফিককে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে জাবি ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি জানার পরে টিটুকে বহিষ্কার করা হয়েছে।

জাবির প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।