ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যা-জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নামবে ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ৯, ২০১৬
গুপ্তহত্যা-জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নামবে ছাত্রলীগ

ঢাকা: জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামবে ছাত্রলীগ। বৃহস্পতিবার (০৯ জনু) দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কথা জানান।

আগামী ১২-১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির প্রথম বর্ধিত সভা ও কর্মশালার প্রস্তুতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে।

তিনি বলেন, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস, পেট্রোলবোমা, গুপ্তহত্যা সব কিছুর উৎস জামায়াত-বিএনপি। তারা সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যা করছে। এ ধরনের জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রলীগ জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। প্রতিরোধ গড়ে তুলবে।

সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ১৫ জুনের পর জঙ্গিবাদ-সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে দেশব্যাপী ছাত্রলীগের সিরিজ কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, গুপ্তহত্যা, সন্ত্রাসে কারা জড়িত? কোথায় কী পরিকল্পনা হয়? এ সব বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।

এছাড়া জনসচেতনতা তৈরিতে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সফর করা হবে। সর্বশেষ ঢাকায় একটি বৃহৎ ছাত্র সমাবেশ করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, ইমতিয়াজ বুলবুল বাপ্পি,  আরিফুর রহমান লিমন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, মাকসুদ রান্না মিঠু, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সুমন, নিশিতা ইকবাল নদী, মেহেদী হাসান রনি, আসাদুজ্জামান আসাদ, কাজী আবদুস সাত্তার মাহবুব, আবদুল বাছেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মন্ডল, শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আশিকুল পাঠান সেতু, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।