ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রিটার্নিং অফিসারের ‘ফল পাল্টানো’র নিন্দা ফখরুলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ৯, ২০১৬
রিটার্নিং অফিসারের ‘ফল পাল্টানো’র নিন্দা ফখরুলের

ঢাকা: যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে ফলাফল পাল্টানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (৯ জুন) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ফখরুল বলেন, গত ২৮ মে বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী কে এম খলিলুর রহমান আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেনের চেয়ে ১১ ভোট বেশি পেলেও রিটার্নিং অফিসার ফলাফল পাল্টে আনারস প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। এটা জালিয়াতি।

বিএনপি মহাসচিব বলেন, ইউপি নির্বাচনগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, সহিংসতা ও ফলাফল পাল্টে দেওয়ার নজীরবিহীন ঘটনা ঘটেছে। ইউপি নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই, নির্বাচন নিয়ে যে সহিংস তাণ্ডব ঘটেছে তা দেশবাসী জানে। বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের বিজয়ী প্রার্থীর ফলাফল পাল্টে দিয়ে যেভাবে আনারস প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করা হয়েছে তা শুধু ন্যাক্কারজনকই নয়, নির্বাচনী কর্মকর্তারা যে ভোট চুরির সহায়তাকারী, তা আবারও প্রমাণ হলো।

ফখরুল অবিলম্বে গত ধানের শীষের এগিয়ে থাকা প্রার্থী কে এম খলিলুর রহমানকে বিজয়ী করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।