ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নান্দাইলে ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ৯, ২০১৬
নান্দাইলে ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকি।

শপথ বাক্য পাঠ করেন- স্থানীয় মুসল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতিয়ার উদ্দিন ভুইয়া, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুঞা, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান ভুঞা, শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন, সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আচাঁরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মোফাজ্জাল হোসেন, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম মণ্ডল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশিদ, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিনুর রহমান, নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।