ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী সদরের ২ ইউনিয়নে নির্বাচনের স্থগিতাদেশ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ফেনী সদরের ২ ইউনিয়নে নির্বাচনের স্থগিতাদেশ বাতিল

ফেনী: ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (০৯ জুন) আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে যে  কোন সময় নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।

বালিগাঁও ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ জানান, ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিতাদেশ বাতিল চেয়ে চেম্বার জজ আদালতে পৃথক দু’টি রিট আবেদন করেন তিনিসহ ধর্মপুর ইউপির আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত হোসেন সাকা।

পরে প্রধান বিচারপতি এস কে সিনহা আবেদন দু’টি আপিল বিভাগে স্থানান্তর করলে বৃহস্পতিবার ওই স্থগিতাদেশ বাতিল করা হয়। আদেশে আরো বলা হয়, কমিশন ইচ্ছে করলে যে কোন সময় এ দু’টি ইউপিতে নির্বাচন আয়োজন করতে পারবে।

তবে ফেনী জেলা নির্বাচন অফিসার মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে তিনি শুনেছেন-তবে তার কাছে এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি।  

এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিতে উচ্চ আদালতে পৃথক রিট করেন নজরুল ইসলাম ও আক্রামুজ্জামান। পরে ৩১ মে ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্টের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো. বদরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।