ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গফরগাঁওয়ে ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ নাজমুলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুন ৯, ২০১৬
গফরগাঁওয়ে ইউপি নির্বাচনে গুলিবিদ্ধ নাজমুলের মৃত্যু

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দু’ইউপি সদস্য প্রার্থী’র সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে গুরুতর আহত নাজমুল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (০৯ জুন) রাত ১০ টা ৫০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৪ জুন গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এতে সব ক’টি ইউনিয়নেই আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হন।

বাংলাদেশ সময় ২৩১০ ঘন্টা, জুন ০৯, ২০১৬
এমএএএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।