ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৬
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) ভোরে এ ‍অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার সামছুল হকের ছেলে তাহের আলী (৩২), নূর আলীর ছেলে আনছার আলী (৫৫), ফরিদ মণ্ডলের ছেলে আকামত হোসেন (৪৫), তোফায়েল মোল্লার ছেলে ফারুক হোসেন (৩০), সালাউদ্দীনের ছেলে আব্দুর রহিম (২৫), আসলাম হোসেন (৩৫) ও কামাল হোসেনসহ (৪৫) ২৭ জন।

তবে তাৎক্ষণিকভাবে আটক সবার নাম জানা যায়নি।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে আটেকর বিষটি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।