ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৭

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিশেষ অভিযানে জেলার সাতটি থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (০৯ জুন) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশের এ অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, নাশকতা এড়াতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাব্যাপী এ অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, কুষ্টিয়া মডেল থানায় এক জামায়াত কর্মীসহ আটজন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি আফছার মাস্টারসহ আটজন, কুমারখালী থানায় চার জামায়াত-শিবির কর্মীসহ ২৪ জন, দৌলতপুর থানায় বিভিন্ন মামলায় ১৮ জন, মিরপুর থানায় পাঁচজন ও ভেড়ামারা থানায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
 
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখার তাগিদে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।