ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি সিপিবি বাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
গুপ্তহত্যা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি সিপিবি বাসদের ছবি:পিয়াস-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টার্গেট কিলিং, গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র বন্ধে সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (জুন ১০) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করে তারা।

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড
খালেকুজ্জামান বলেন, দেশে টার্গেট করে করে মানুষ মেরে ফেলা হচ্ছে সরকার কিছুই করতে পারছে না, দেশে অনেকগুলো গুপ্ত হত্যা হয়েছে, সরকার বিচার তো দূরের কথা এই হত্যাকারীদের গ্রেফতারই করতে পারছে না।

এই সরকার দেশের জণগণের স্বার্থে দেশ পরিচালিত করছে না, বিদেশি কোন স্বার্থে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সারা দেশ আজ
লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে। এগুলোর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ রোজার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদশ্য শাহ আলম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, জাহেদুল হক মিলু, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাভলু, কাফি রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১০,২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।