ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
নেত্রকোনায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

নেত্রকোনা: নেত্রকোনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি তৎপরতা চালাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত গভীর রাত থেকে শুক্রবার (১০ জুন) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- সদর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম মাস্টার, দুর্গাপুর উপজেলার আমির গোলাম রব্বানী, কেন্দুয়া উপজেলার আমির আতাউর রহমান, মদন উপজেলার সাবেক আমির মাওলানা রহুল আমীন, বারহাট্টা উপজেলার জামায়াত কর্মী মো. আবুল কাশেম, কলমাকান্দা উপজেলার শিবির কর্মী শিপু হায়দার। আটকদের মধ্যে মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় আটক দু’জনের নামপরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।