ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে সাঁড়াশি অভিযানে আটক ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
নোয়াখালীতে সাঁড়াশি অভিযানে আটক ৫০

নোয়াখালী: সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী চলমান সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, জেলার নয় উপজেলায় অভিযান চালিয়ে এ ৫০ জনকে আটক করা হয়েছে। সুধারাম থানায় জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ছয়জন, বেগমগঞ্জ থানায় শিবিরের দুই কর্মীসহ আটজন, সোনাইমুড়ী থানায় শিবিরের এক কর্মীসহ ছয়জন, সেনবাগ থানায় ছয়জন, হাতিয়ায় থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় পাঁচজন, চরজব্বর থানায় চারজন ও চাটখিল থানায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।