ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চারঘাটে বোমা, জিহাদি বইসহ জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
চারঘাটে বোমা, জিহাদি বইসহ জেএমবি সদস্য আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট পৌরসভার গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৫টি হাত বোমা ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ জেএমবি সদস্য আহমেদ বিন আবদুল্লাহ ওরফে লালনকে (৩২) আটক করেছে পুলিশ ।  

 

শুক্রবার (১০ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালনকে আটক করা হয়।

আটক লালন চারঘাট গোপালপুর গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে।

শনিবার (১১ জুন) দুপুরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দিনগত রাত ২টার দিকে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে লালনকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ৫টি হাতবোমা বিপুল পরিমাণ জিহাদি বই, পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়।

আটক লালনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে বলে জনান ওসি বর্মন।

তিনি আরও বলেন, এর আগে ২০০৬ সালে লালন জেএমবির সদস্য হিসেবে র‌্যাবের হাতে আটক হয়। ওই সময় র‌্যাব সদস্যরা চারঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১০ বছর কারাভোগ করে কিছু দিন আগে সে বেরিয়ে আসে। লালনের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই তার উপর বিশেষ নজরদারি রাখা হয়েছিলো।

আটক লালনকে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দু'টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এছাড়া ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।