ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘নেত্রীর দুর্দিনে পাশে ছিল ছাত্রলীগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৬
‘নেত্রীর দুর্দিনে পাশে ছিল ছাত্রলীগ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দুর্দিনে ছাত্রলীগ পাশে  ছিল বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভয় তিনি বিষয়টি উল্লেখ করেন।

শেখ হাসিনার কারাম‍ুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

কামরুল ইসলাম বলেন,  তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা কারাবন্দি হওয়ার পর তার মুক্তির জন্য ছাত্রলীগ আন্দোলন সংগ্রাম করেছে। তার দুর্দিনে পাশে থেকেছে।

মন্ত্রী বলেন, ২০০৭ সালে শেখ হাসিনা চিকিৎসার জন্য যখন বিদেশে ছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল তারা যেন কোনো বিমানে শেখ হাসিনাকে বহন না করে। কিন্তু শেখ হাসিনা সেদিন সব বাধা পেরিয়ে দেশে ফিরে এসেছিলেন। তিনি দেশে ফিরলে ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির জন্য সেদিন রাজপথে নেমেছিলো বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
‘সরকার বিএনপির নেতাকর্মীদের হেনস্তা করতে অভিযান চালাচ্ছে’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য নাকচ করে কামরুল ইসলাম বলেন, সরকার সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে। এ অভিযান জঙ্গিবাদের বিরুদ্ধে। এটা বিএনপির নেতাকর্মীদের হেনস্তা বা হয়রানি করার জন্য নয়।
 
মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সেই সন্ত্রাসীরা যদি আপনার দলেরও হয় বা ছাত্রদলের নেতাকর্মীরা হয়- তাহলে কাউকে ছাড়া দেওয়া হবে না। ’
 
বিএনপিকে বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্টপোষক অভিযোগ করে তিনি বলেন, ‘ যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অতীত ইতিহাস ঘেটে দেখা যায় তারা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। আপনার তাদের সঙ্গে কাজ করছেন’।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষা বলেন, খাদ্য বলেন, কৃষি বলেন, বিদ্যুৎ বলেন প্রত্যেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেটা কল্পনাও করতে পারেনি বাংলাদেশের মানুষ’।

‘বিশ্বের রাজনীতির ক্ষেত্রেও সফল হয়েছেন শেখ হাসিনা। কিন্তু যারা এই সফলতা সহ্য করতে পারে না, অপছন্দ করে তারাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে’।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি  শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।
 
উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, আদিত্য নন্দীসহ সংগঠনের কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসএ/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।