ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে জামায়াত ও বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
সিদ্ধিরগঞ্জে জামায়াত ও বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জ: পুলিশের বিশেষ অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির প্রকৌশলী আব্দুল বাকি ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ওরফে ডাকাত সালাউদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নয়াআঁটি মুক্তিনগর এলাকা থেকে থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক আমিরকে গ্রেফতার করে।

থানা জামায়াতের সাবেক আমির প্রকৌশলী আব্দুল বাকির বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

অপরদিকে রাত ৯টায় সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ওরফে ডাকাত সালাউদ্দিনকে এসআই আবুল কালাম আজাদ গ্রেফতার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।