ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের সদিচ্ছা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের সদিচ্ছা নেই

ঢাকা: সাম্প্রতিক সময়ে সংঘটিত গুপ্ত হত্যায় সংখ্যালঘুরা শঙ্কিত উল্লেখ করে সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ করেছেন কয়েকটি সংখ্যালঘু সংগঠনের নেতারা।

বুধবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ অভিযোগ করেন।

হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিক বলেন, সারাদেশের মঠ, মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সংখ্যালঘুদের টার্গেট করে গুপ্ত হত্যা চালানো হচ্ছে।
একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালাচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে সরকার বা পুলিশ প্রশাসনের সদিচ্ছা নেই। সেজন্য একজন খুনিকেও গ্রেফতার হচ্ছে না।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী জমাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ এর সাবেক সভাপতি দেবাশীস মল্লিক প্রমুখ।

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী জমাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ এর সভাপতি রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাংলাদেশ ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি শান্তিপ্রিয় দেশ। সংখ্যালঘু হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সরকার ব্যবস্থা না নিলে আমরা এ ধরণের হত্যাকাণ্ড বরদাশত করব না।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।