ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মী খালাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মী খালাস

বরিশাল: বরিশালে ২০১০ সালে পুলিশের দায়ের করা মামলায় খালাস পেয়েছে মহানগর বিএনপির ৪৬ নেতাকর্মী।
 
বুধবার (১৫ জুন) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মামলার ২৬ জন আসামি উপস্থিত ছিলেন।
 
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- বিএনপির বরিশাল মহানগরের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, অ্যাডভোকেট আলি হয়দার বাবুল, মনোয়ার হোসেন জিপু, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্টু খান, মনিরুজ্জামান খান ও অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবসহ ৪৬ জন।
 
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২৭ নভেম্বর হরতালের সমর্থনে সদর রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ফকির বাড়ি রোডের সামনে তাদের ওপর হামলা চালায়।

এসময় উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামানসহ চার পুলিশ সদস্য আহত হন।
 
এ ঘটনায় এসআই ফয়সাল আহম্মেদ বাদী হয়ে ওইদিনই কোতোয়ালি মডেল থানায় বিএনপির নামধারি ৩১ জনসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
২০১১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেন কোতোয়ালি মডেল থানার এসআই মো. মনিরুল ইসলাম।

১৮ জনের সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।