ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাটুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
সাটুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাঈদ ইউনিয়নের ছনকা এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় রুবেল হোসেন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) রাতে তাকে আটক করে পুলিশ।

আটক রুবেল একই আরমান হোসেনের ছেলে। তিনি বরাঈদ ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বুধবার রাতে ছনকা এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন রুবেল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো।

সাটুরিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা বাংলানিউজকে জানান, বরাঈদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন রুবেল। বরাঈদ ইউপি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এখন ছাত্রলীগে তার কোনো পদ নেই।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।