ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-১ ও ৩ উপ-নির্বাচন

আ’লীগের প্রার্থী জুয়েল ও নাজিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
আ’লীগের প্রার্থী জুয়েল ও নাজিম

ঢাকা: আসন্ন উপ-নির্বাচনে জাতীয় সংসদের ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিমউদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৮ জুলাই এ দুই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকিরের মুত্যুতে ময়মনসিংহ-৩ আসন শূন্য হয়।

সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় এ দু’টি আসনে দলীয় মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং এবং ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।