ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের উন্নয়নে বিশেষ অবদান রয়েছে ইঞ্জিনিয়ারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
দেশের উন্নয়নে বিশেষ অবদান রয়েছে ইঞ্জিনিয়ারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইঞ্জিনিয়ারদের জন্য দেশ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। দেশের অগ্রভাবে বিশেষ অবদান রেখে চলেছেন ইঞ্জিনিয়াররা।

আপনাদের কল্যাণেই দেশ আজ উন্নতি লাভ করছে। আপনাদের অবদান অসীম। মনে রাখবেন এই দেশ আপনাদেরই। ’

বৃহস্পতিবার (১৬ জুন) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে আইইবি’র সদর দফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকা।

মন্ত্রী বলেন, আপনারা যে কাজ করছেন, তা অব্যাহত রাখতে হবে। কেননা ২০২১ সালের আগেই সরকারের রূপকল্প বাস্তাবায়ন করতে হবে। আর এর জন্য আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। আপনারা যদি আপনাদের দিক থেকে সরকারকে সহযোগিতা না করেন, তাহলে সরকারের একার পক্ষে উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব নয়।

ইঞ্জিনিয়ারদের সহযোগিতা চেয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনাদের সঙ্গে নিয়েই আমরা ২০৪১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করতে চাই। আপনারাই কিন্তু উন্নয়নের চাবিকাঠি।

ইফতার মাহফিলে পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আইইবি মসজিদের ইমাম মাওলানা সলিমুল্লাহ।

মাহফিলে বক্তব্য রাখেন- ইআরসির সাধারণ সম্পাদক খান আতাউর রহমান, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেজবাহ রহমান টুটুল, আইইবির চেয়ারম্যান কবীর আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।