ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির বিক্ষোভ কর্মসূচি শনিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএনপির বিক্ষোভ কর্মসূচি শনিবার

ঢাকা: পুলিশের সাঁড়াশি অভিযানের নামে হাজার হাজার নিরীহ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৮ জুন) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।  

এছাড়া একই প্রতিবাদে সোমবার (২০ জুন) সোমবার সকাল ১০টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত  এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থেকে বিক্ষোভ  কর্মসূচি ও আলোচনা সভা সফল করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।