ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
রাজশাহীতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ

রাজশাহী: রাজশাহীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যরা।

শুক্রবার (১৭ জুন) দুপুরে জুমার নামাজের পর মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদের সামনে সংগঠনের ১০/১২ জন সদস্য মুসল্লিদের মাঝে সরকার বিরোধী লিফলেট বিতরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় ১০/১২ জন যুবক প্রধান ফটকে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করেন। অল্প কিছুক্ষণের মধ্যেই লিফলেট বিলি করে তারা দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যায়। লিফলেট পড়ে মুসল্লিরা বিষয়টি টের পান।  
এর আগে গত জুমায় (১০ জুন) মহানগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদেও একই কৌশলে তারা তাদের লিফটে বিলি করেন। পরে এ নিয়ে প্রশাসনের লোকজনের মধ্যে তোলপাড় শুরু হয়।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, গোয়ান্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের অগোচরে তারা কৌশলে লিফলেট বিলি করে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নজরদারি বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

প্রসঙ্গত, ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর সংগঠনটি নিষিদ্ধ করে সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।