ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের ইফতার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিশিষ্টজনদের সম্মানে খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ জুন) মহানগরীর কেডিএ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল ইসলাম দাদু।

এ সময় বক্তৃতা করেন- খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ সেচ্ছাসেবক দলের মহানগর নেতারা।

ইফতার মাহফিলে খুলনা জেলা ও মহনগর বিএনপিসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ২০১২ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এমআরএম/আরআইইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।