ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির (জেপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
জাতীয় পার্টির (জেপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনীতিবিদ, কূটনৈতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে জাতীয় পার্টির (জেপি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাজধানীর লেকশোর হোটেলের লা-ভিটা হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু স্বাগত বক্তব্য রাখেন।

জেপির ইফতার মাহফিলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তিনি।

ইফতার মাহফিলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাসদ একাংশের সভাপতি শরিফুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু,  সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম প্রমুখ অংশ নেন।

এছাড়া কানাডাসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।