ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যাকাণ্ড রুখতে চাই সবার ঐক্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
হত্যাকাণ্ড রুখতে চাই সবার ঐক্য ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাম্প্রতিক সময়ে দেশে চলমান হত্যাকাণ্ড রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর প্রেসক্লাবে এক মানবন্ধনের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

মানবন্ধনে এনডিএফের দফতর সম্পাদক আব্দুল হাই সরকার তার লিখিত বক্তব্যে বলেন, নির্বিচারে ধরপাকড় করে ও অন্ধকারে ঢিল মেরে সংগঠিত সন্ত্রাস ও গুপ্ত হত্যা বন্ধ করা যাবে না। তার জন্য সরকারের নিরপেক্ষ তদন্ত ও গোয়েন্দা তৎপরতা প্রয়োজন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে কথিত গ্রেফতার বাণিজ্য বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে অটুট রাখতে হলে সবাইকে দেশপ্রেমে জাগ্রত হতে হবে। দেশকে কিছুতেই অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতিতে ফেলা যাবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম এ রশীদ প্রধান প্রমুখ।

বাংল্দেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ইউএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।