ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে শিবিরের দুই নেতা গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
লক্ষ্মীপুরে শিবিরের দুই নেতা গ্রেফতার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে শিবির নেতা মো. ইব্রাহিম (২৮) ও রামগঞ্জে শিবির ক্যাডার মো. রুবেলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১৭ জুন) রাতে ও শনিবার (১৮ জুন) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ইব্রাহিম রায়পুরের চর আবাবিল ইউনিয়ন শিবিরের সেক্রেটারি। তাকে রায়পুরের হায়দারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। শিবির ক্যাডার রুবেল রামগঞ্জের কাজিরখীল গ্রামের মাওলানা হোসেন আহাম্মদের ছেলে। তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে জানান, শিবির ক্যাডার রুবেলকে গোপন সংবাদে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, একাধিক মামলার আসামি শিবির নেতা ইব্রাহিম দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, ১৮ জুন, ২০১৬ 
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।