ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন প্রধানমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জঙ্গিবাদ মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশে দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ঘটছে।

আর এ জন্যও তিনি প্রশংসিত হচ্ছেন।

শনিবার (১৮ জুন) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জোর করে অনেক কিছুই করা যায়, কিন্তু জনগণের প্রতিনিধি হওয়া যায় না। চারঘাট-বাঘা উপজেলায় বিএনপি-জামায়াত জোটের সময় করা একটি প্রকল্পও দেখাতে পারবেন না কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে চারঘাট-বাঘায় উন্নয়নের যে ধারা বইছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, চারঘাট-বাঘার প্রতিটি রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ সরকারি প্রতিষ্ঠান, প্রতিটি দফতরেই লেগেছে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া। গত ৭ বছরে এ দু’উপজেলার হাজার হাজার বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে গ্রামের পর গ্রাম। তাই বলা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।

উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এরআগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট নতুন ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং আগামীতে দ্রুত সময়ের মধ্যে ইউএনওর বাস ভবনের নির্মাণ কাজও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
এসএস/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।