ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-১ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জুয়েলকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ময়মনসিংহ-১ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জুয়েলকে সংবর্ধনা

ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেংকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় উপজেলা প্রজন্মলীগের নেতাকর্মীরা।  

শনিবার (১৮ জুন) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

দলীয় সূত্র জানায়, ১৮ জুলাই এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ জুন দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার (১৮ জুন) বিকেলে হালুয়াঘাটে ফিরেন জুয়েল আরেং। এ সময় উপজেলার সর্চাপুর থেকে কয়েক’শ মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে তাকে হালুয়াঘাট নিয়ে আসা হয়।

দলীয় কার্যালয়ের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় প্রজন্মলীগের সভাপতি মনির হোসেন মনির।  

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বজলুর রহমান, আব্দুর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬ 
এএএমকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।