ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যা বন্ধে অ্যাকশনধর্মী কর্মসূচি চান কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুপ্তহত্যা বন্ধে অ্যাকশনধর্মী কর্মসূচি চান কাদের  ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে গুপ্তহত্যা, জঙ্গিবাদ দমনে অ্যাকশনধর্মী কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ জুন) ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদের প্রতিবাদে' রাজধানীতে ১৪দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি-জামায়াত) তলে তলে অনেকদূর এগিয়ে গেছে। এরা অনেক শক্তিশালী। নিরব কর্মসূচি দিয়ে বা জুঁই ফুলের ঘ্রাণ দিয়ে নয় বরং অ্যাকশন ধর্মী কর্মসূচি দিয়ে গুপ্তহত্যা জঙ্গিবাদ পরাস্ত করতে হবে।

তিনি বলেন, ‘যে জাতি মুক্তিযুদ্ধ করে বিজয় লাভ করেছে, যে জাতি পাকিস্তানকে পরাজিত করে বিজয় এনেছে, যে জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রো রেলের মতো উন্নয়ন প্রকল্প করতে পারে সে জাতি গুপ্তহত্যা, জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারবেই। ’ 
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যে কন্ঠে কথা বলেছেন আমরাও তার সঙ্গে আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জঙ্গিবাদ মোকাবেলা করবো। ’ যোগ করেন কাদের।  

এ সময় মানববন্ধনে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমইউএম/আরএইচএস/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।