ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

১৫-২১ জুলাই ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
১৫-২১ জুলাই ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বিএনপি-জামায়াতের গুম, হত্যা, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে’ ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত সারাদেশে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের কর্মসূচি দিয়েছে ১৪দলীয় জোট।

রোববার (১৯ জুন) বিকেলে ঘণ্টাব্যাপী (৩টা থেকে ৪টা) রাজধানীর বিভিন্ন পয়েন্ট মানববন্ধন করে ১৪ দলের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে আয়োজিত মানববন্ধন শেষে ১৪দলীয় নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে বিএনপি-জামায়াতের এ গুপ্তহত্যা প্রতিরোধ করা হবে। এ লক্ষ্যে ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত সারা দেশে গণপ্রতিরোধ সপ্তাহ পালন করবে ১৪দল।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসকে/এসএইচ

**
১৪ দলের মানববন্ধন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।