ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বরিশালে ১৪ দলের মানববন্ধন

বরিশাল: সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্তহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৪ দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে রোববার (১৯ জুন) বিকেল ৩টায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, অধ্যক্ষ আ. রসিদ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলু, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, ওয়ার্কার্স পার্টির শান্তি দাস, জেলা শ্রমীক লীগের সভাপতি শাহজাহান খান, মহানগর শ্রমীক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, কেবিএস আহম্মেদ কবির প্রমুখ।

এদিকে, পটুয়াখালিতেও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ১৪ দল।  
রোববার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী হেলেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।