ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুপ্তহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মানববন্ধন

লক্ষ্মীপুর: গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (১৯ জুন) বিকেলে ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

এসময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন-লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এদিকে, একই সময় কমলনগর উপজেলা পরিষদের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কে মানববন্ধন করে কমলনগর উপজেলা আওয়ামী লীগ।

এতে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের বিশেষ প্রতিনিধি কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটারিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।