ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
খুলনায় ১৪ দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা ১৪ দল।

 

দেশব্যাপী পরিকল্পিতভাবে পুরোহিত, ইমাম, মুক্তমনা লেখক, শিক্ষক, সাহিত্যিক, পুলিশসহ নিরীহ মানুষকে গুপ্তহত্যা, গুম ও নৈরাজ্যের প্রতিবাদে এবং হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৯ জুন) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত পিকচার প্যালেস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা সরকার উৎখাত এবং দেশ ও জাতিকে নিয়ে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিকল্পিত গুপ্তহত্যাকারীদের দেখা মাত্রই ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে খুলনাবাসীর প্রতি আহবান জানান তারা।

বাংলাদেশ সময়:  ১৯১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।