ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুপ্তহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশে চলা গুপ্তহত্যা ও জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ১৪ দল।

রোববার (১৯ জুন) বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।



১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, জেলা জাসদ নেতা আকতার হোসেন সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।