ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
লালমনিরহাটে ১৪ দলের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: দেশের বিভিন্ন  স্থানে গুপ্তহত্যা ও জঙ্গি কর্মকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে ১৪ দলীয় জোট।

রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের বিডিআর গেট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জোটের নেতাকর্মীরা।

এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

১৪ দলের লালমনিরহাট জেলা শাখার সমন্বয়ক অ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।

আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সংরক্ষিত মহিলা সাংসদ সফুরা বেগম রুমী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও জেলা জাসদের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।