ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যা বন্ধের দাবিতে বগুড়ায় ১৪ দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুপ্তহত্যা বন্ধের দাবিতে বগুড়ায় ১৪ দলের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৪ দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ জুন) বিকেলে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার রুহুল আমিন, ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, জাসদ নেতা জাহাঙ্গীর হোসেন, ন্যাপ নেতা মন্তেজার রহমান প্রমুখ।

মানববন্ধন থেকে ১৪ দলের নেতারা বিএনপি-জামায়ত জোটের দেশব্যাপী গুপ্তহত্যা বন্ধ করতে দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমবিএইচ/আরআইইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।