ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে দুর্বৃত্তদের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৬
মিরসরাইয়ে দুর্বৃত্তদের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত

মিরসরাই উপজেলা (চট্টগ্রাম): মিরসরাইয়ে দুর্বৃত্তদের কোপে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফারদিন ফরহাদ ও ছাত্রলীগ নেতা আরফিন গুরতর আহত হয়েছেন।

রোববার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা জানান, আমবাড়িয়া লোহার ব্রিজ এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

বর্তমানে ফরহাদ ও আরেফিন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে কোনো আভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।